মূল পাতা মুসলিম বিশ্ব গত এক বছরে শত শত নারীকে পারিবারিক নির্যাতন থেকে উদ্ধার করেছে আফগান সরকার
মুসলিম বিশ্ব 21 May, 2025 07:02 AM
গত এক বছরে দেশজুড়ে মোট ২৯৭ জন নারীকে পারিবারিক নির্যাতন ও গৃহবন্দিত্ব থেকে উদ্ধার করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
সৎ কাজের আদেশ-অসৎ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মাওলানা সাইফুল ইসলাম খাইবার এক অডিও বার্তায় এসব তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, মন্ত্রণালয়ের অধীনে থাকা হিসবা (পরিদর্শন) বিভাগের কর্মকর্তারা সমাজে সৎকর্ম প্রতিষ্ঠা, অন্যায় প্রতিরোধ ও কুসংস্কার নির্মূলের লক্ষ্যে কেবল গত বছরেই রাজধানী কাবুলসহ দেশের সব প্রদেশে ২৯৭ জন নারীকে পারিবারিক কারাবন্দি জীবন ও অন্যায় নির্যাতনের হাত থেকে মুক্ত করা হয়েছে। তাদেরকে শরিয়তসম্মত অধিকারও প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, ইসলামী দৃষ্টিভঙ্গিতে নারী একজন মা, বোন, কন্যা ও স্ত্রী, যার প্রতিটি পরিচয়ই মর্যাদাপূর্ণ। তাদের যে অধিকার রয়েছে, তা শুধু শরিয়তের নয় বরং ইসলামী সমাজের সৌন্দর্য ও ভারসাম্যের প্রতীক। নারীর সেই অধিকার ও সম্মান রক্ষা করা ইসলামী আমিরাতের অগ্রাধিকার ও দায়িত্ব।
তিনি আরও জানান, নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, পারিবারিক জুলুম নিরসন এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে মন্ত্রণালয় নিয়মিতভাবে সংশ্লিষ্ট বিভাগসমূহের মাধ্যমে সারা দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সূত্র: আরটিএ